শিরোনাম
◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ ◈ বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে শাস্তি দিতে আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ড এ’ দলের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের স্কোয়াড ঘোষণা, দ‌লে আস‌লেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন ২৩০টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়াও দলে আছেন সদ্য টেস্ট দলে ডাক পাওয়া এনামুল হক বিজয় ও এক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ পেসার শরিফুল ইসলাম।

আগামী মাসে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে শনিবার ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করা হয়। তবে দলের অধিনায়ক কে হবেন তা এখনও জানানো হয়নি। দলে জায়গা পাওয়া ১৪ জনেই আছে বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা।

স্কোয়াডে আন্তর্জাতিক অভিজ্ঞতা ছাড়া একমাত্র ক্রিকেটার হলেন রেজাউর রহমান রাজা। অবশ্য ২৫ বছর বয়সী এই পেসার বেশ কয়েকটি সিরিজের দলে ডাক পেয়েছিলেন।

আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে ‘এ’ দলের হয়ে দুটি ম্যাচ খেলে যাবেন মুস্তাফিজ। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর টেস্ট দলেও জায়গা হারানো শরিফুলের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ হতে পারে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) বেশ ভালো ছন্দে আছেন বাঁহাতি এই পেসার। লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে তার শিকার ২১ উইকেট।

চোট কাটিয়ে গত বছর ক্রিকেটে ফেরা ইবাদত হোসেনও আছেন দলে। মোহামেডানের হয়ে এবারের ডিপিএলে ৩১ বছর বছর বয়সী এই পেসারের শিকার ১৬ উইকেট।

তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে।

এরপর ১৪ মে একই ভেন্যুতে শুরু হবে চার দিনের প্রথম ম্যাচটি। ২১ তারিখ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

এই সিরিজ খেলতে গত বছর অক্টোবরে দেশে আসার কথা ছিল নিউ জিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সে সময় সিরিজটি স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ‘এ’ দল:
পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়