শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত ও সূর্যকুমারের তাণ্ডবে মুম্বাই‌য়ের কা‌ছে হে‌রে গে‌লো চেন্নাই

স্পোর্টস ডেস্ক ; আইপিএলে বাজে সময় যেন কাটছেই না চেন্নাই সুপার কিংসের। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। আট ম্যাচে এটি চেন্নাইয়ের ষষ্ঠ হার, পয়েন্ট টেবিলের তলানিতেই আছে দলটি। অপরদিকে আট ম্যাচে এটি মুম্বাইয়ের চতুর্থ জয়। হার্দিক পান্ডিয়ার দল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে গেল। -- ক্রিক‌ফ্রেঞ্জি

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিতের ব্যাটে আগ্রাসী সূচনা পায় মুম্বাই। পাওয়ার প্লে'তে দলটি তোলে বিনা উইকেটে ৬২ রান। ১৯ বলে ২৪ রান করে রবীন্দ্র জাদেজার বলে স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান রায়ান রিকেলটন।

এরপর আর উইকেটই হারায়নি মুম্বাই। ৪৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রোহিত। ৩০ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৬৮ রান করেন দলটির সহ-অধিনায়ক সূর্যকুমার। ১৫.৪ ওভারেই ম্যাচ শেষ করে মুম্বাই।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো করেনি চেন্নাই। চতুর্থ ওভারের মধ্যে রাচিন রবীন্দ্রর উইকেট হারায় ধীরগতিতে খেলা শুরু করা দলটি। অশ্বিনি কুমারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান ৯ বলে পাঁচ রান করা রাচিন।

এরপর আইয়ুশ মাহাত্রের ব্যাটে কিছুটা প্রাণ খুঁজে পায় চেন্নাই। যদিও ১৫ বলে ৩২ রানের ক্যামিও খেলে বিদায় নেন অভিষিক্ত এই ব্যাটার। তাকে ফেরান দীপক চাহার। আট ওভারের মধ্যে ওপেনার শাইক রশিদের উইকেটও হারায় চেন্নাই। মিচেল সান্টনারের বলে স্টাম্পিং হন তিনি।

৬৩ রানে তিন উইকেট হারানো দলটিকে টেনে তোলেন রবীন্দ্র জাদেজা ও শিভম দুবে। চারে নামা জাদেজা ধরে খেললেও আগ্রাসী ভঙ্গিমায় ইনিংস বয়ে নিয়ে যান দুবে। শুরুটা অবশ্য রয়েসয়েই করেছিলেন তিনি। জসপ্রিত বুমরাহর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দেয়ার আগে ৩২ বলে ৫০ রান করেন তিনি।

ছয় বলে চার রান করে বুমরাহর বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান ধোনি। শেষ পর্যন্ত জাদেজার ৩৫ বলে ৫৩ রানের ইনিংসে পাঁচ উইকেটে ১৭৬ রান তোলে চেন্নাই। জেমি ওভারটন তিন বলে চার রানে অপরাজিত থাকেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়