শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপ খেলতে ভার‌তে যাওয়ার প্রশ্নই ই‌ঠে না; পি‌সি‌বি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক :  চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার নারী ক্রিকেট নি‌য়ে ভার‌তের স‌ঙ্গে জ‌টিলতা শুরু হ‌লো পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের ( ‌পিসি‌‌বি ), নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিতভাবে মূলপর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তবে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। কেননা টুর্নামেন্টটির স্বাগতিক যে ভারত। ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরিতার খবর সকলেরই জানা। তাই সকলের প্রশ্ন পাকিস্তান কী ভারতে যাবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে?

 অবশ্য এ প্রশ্নের উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্রিকেট বিশ্বের। বিশ্বকাপ নিশ্চিতের পরদিনই বিষয়টি খোলাসা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। ক্রিকেটপাকিস্তান

শনিবার (১৯ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড পরিদর্শনকালে মহসিন নকভি স্পষ্ট করে জানিয়েছেন, আসন্ন নারী বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানের নারী দল ভারতে যাবে না। তার সাফ কথা, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি, তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছিল। আমরাও তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিদার।

এই বক্তব্যে বোঝা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের আপত্তির পাল্টা জবাব দিতেই যেন এবার কড়া অবস্থানে পাকিস্তান। এর আগে পিসিবি দাবি করেছিল, ২০২৭ সাল পর্যন্ত আইসিসির যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে।

ফলে এবার নারী বিশ্বকাপেও হাইব্রিড মডেল বাস্তবায়নের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জানা গেছে, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরেই বসছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এই বিতর্ক ঘিরে আইসিসির অবস্থান, ভারতের প্রতিক্রিয়া এবং চূড়ান্ত ভেন্যু নির্ধারণ সবই এখন ক্রিকেটবিশ্বের নজরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়