শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাথলেট জ‌হির রায়হান ছয় মাসের জন্য নিষিদ্ধ 

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দে‌শের কৃ‌তি অ‌্যাথ‌লেট জ‌হির রায়হান ৬ মা‌সের জন‌্য নি‌ষিদ্ধ হ‌য়ে‌ছেন, বাংলা‌দেশ অ‌্যাথ‌লে‌টিক্স ফেডা‌রেশন এই নি‌ষেধাজ্ঞা জা‌রি ক‌রে,  তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ হ‌লো গণমাধ্যমকে ভুল তথ্য দেওয়া ও তথ্য গোপনের। গত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন এই স্প্রিন্টার।
বুধবার বিএএফের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চীনে প্রাথমিক পর্ব থেকে বাদ পড়ার পর, জহির এক জাতীয় দৈনিকে বলেন যে, তিনি যথাযথ প্রস্তুতি বা অনুশীলনের সুযোগ পাননি। তবে বিএএফ এক বিবৃতিতে জানায়, প্রতিযোগিতার আগে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন জহির এবং জাতীয় চ্যাম্পিয়নশিপের আগেও নিজ সার্ভিস দলের সঙ্গে অনুশীলন করেছেন।

এছাড়া, ঈদের ছুটির পর জহির জাতীয় ক্যাম্পে ফেরেননি। তিনি দাবি করেন, ক্যাম্পে পর্যাপ্ত সুবিধা নেই—এ কারণে বিকেএসপিতে ব্যক্তিগত প্রশিক্ষণের অনুরোধ করেন।

বিএএফ আরও জানায়, জহিরকে এ বিষয়ে একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল এবং তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। কিন্তু দেশের এই জাতীয় রেকর্ডধারী স্প্রিন্টার সেই চিঠির কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও ২০২১ সালে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞায় পড়েছিলেন জহির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়