শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাথলেট জ‌হির রায়হান ছয় মাসের জন্য নিষিদ্ধ 

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দে‌শের কৃ‌তি অ‌্যাথ‌লেট জ‌হির রায়হান ৬ মা‌সের জন‌্য নি‌ষিদ্ধ হ‌য়ে‌ছেন, বাংলা‌দেশ অ‌্যাথ‌লে‌টিক্স ফেডা‌রেশন এই নি‌ষেধাজ্ঞা জা‌রি ক‌রে,  তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ হ‌লো গণমাধ্যমকে ভুল তথ্য দেওয়া ও তথ্য গোপনের। গত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন এই স্প্রিন্টার।
বুধবার বিএএফের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চীনে প্রাথমিক পর্ব থেকে বাদ পড়ার পর, জহির এক জাতীয় দৈনিকে বলেন যে, তিনি যথাযথ প্রস্তুতি বা অনুশীলনের সুযোগ পাননি। তবে বিএএফ এক বিবৃতিতে জানায়, প্রতিযোগিতার আগে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন জহির এবং জাতীয় চ্যাম্পিয়নশিপের আগেও নিজ সার্ভিস দলের সঙ্গে অনুশীলন করেছেন।

এছাড়া, ঈদের ছুটির পর জহির জাতীয় ক্যাম্পে ফেরেননি। তিনি দাবি করেন, ক্যাম্পে পর্যাপ্ত সুবিধা নেই—এ কারণে বিকেএসপিতে ব্যক্তিগত প্রশিক্ষণের অনুরোধ করেন।

বিএএফ আরও জানায়, জহিরকে এ বিষয়ে একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল এবং তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। কিন্তু দেশের এই জাতীয় রেকর্ডধারী স্প্রিন্টার সেই চিঠির কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও ২০২১ সালে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞায় পড়েছিলেন জহির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়