শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অশালীন আচরণের অভিযোগে এমবাপ্পে-ভিনিসুসদের বিরুদ্ধে তদন্ত

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসুস জুনিয়রসহ রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়েরর বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে অশালীন আচরণ করার অভিযোগে তদন্তের ঘোষণা দিয়েছে উয়েফা।
গত ১২ মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে টাইব্রেকারে আতলেতিকোকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে রিয়াল। আন্টোনিও রুডিগার পঞ্চম পেনাল্টিটি জালে জড়ানোর পর ওয়ান্দা মেত্রেপলিতানোয় আতলেতিকো সমর্থকদের সামনে উদযাপনে মাতেন দলটির খেলোয়াড়রা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উয়েফা জানায়, রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তদন্ত করতে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এমবাপ্পে ও ভিনিসুস ছাড়াও এই তালিকায় রুডিগার ও দানি সেবাইয়েসের নাম আছে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড় ভিডিও ক্লিপে সঙ্গীদের সঙ্গে উদযাপনের সময় এমবাপ্পেকে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

অভিযোগ প্রমাণিত হলে, আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে পারেন অভিযুক্ত চারজনের যে কেউ।

গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) ইংল্যান্ডের হয়ে খেলার সময় অশালীন আচরণের দায়ে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল জুড বেলিংহ্যামকে। এছাড়াও রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়