শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধুমপান প্রসঙ্গ: তামিম ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ চিকিৎসকের

গতকাল থেকেই দেশের ক্রিকেটে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তামিম ইকবালের চিকিৎসকের বেফাঁস মন্তব্য। হার্ট অ্যাটাকের পর সাভারের কেপিজে হাসপাতালে দারুণ চিকিৎসাসেবা পাওয়া তামিম তিনদিন ধরে এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। তবে গতকাল এক সংবাদ সম্মেলনে তামিমের সার্বিক অবস্থা জানাতে গিয়ে এভার কেয়ারের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার তামিমের ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনেন। যা থেকে সমালোচনার সূত্রপাত।

তামিম বলেছে সে ধূমপান ছাড়তে পারবে না’, ‘তামিম ধূমপান করতে চাচ্ছে’ – গতকাল এভারকেয়ারের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদারের এমন মন্তব্যের পর চিকিৎসক এভাবে রোগীর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনতে পারেন কি না, তা নিয়ে বিতর্ক ছড়ায়। এর জেরে আজ সেই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক। বলেছেন, ভুলবশত তামিমের নাম জড়িয়ে গেছে ধূমপানের সঙ্গে।  

আজ এক সংবাদ সম্মেলনে প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থার সর্বশেষ হালনাগাদ। তামিমকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপরই গতকালের মন্তব্যের প্রসঙ্গ নিয়ে আসেন তিনি।

ধূমপানবিষয়ক মন্তব্যটি নিয়ে প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘গতকাল তাঁর (তামিম) শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে স্মোকিংয়ের প্রসঙ্গটা আসছে। এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। এবং আমি চাই, আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানাবেন, যে আমরা আসলে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসেবে এ প্রসঙ্গটা তুলেছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত।’

এদিকে এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদও তামিমের ব্যক্তিগত বিষয়টি সামনে আনার জন্য দুঃখপ্রকাশ করেন। সেই সঙ্গে তামিমের ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘গতকাল যখন বক্তব্যের সময় ধূমপানের বিষয়টি আসে, এই বিষয়টিতে আমরা বুঝতে পেরেছি যে, এটা তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত। তাঁর পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এজন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। এবং আমরা তামিম ভাইয়ের প্রতি ও তাঁর পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। দেশবাসীর কাছে দোয়া চাই, তামিম ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন। সবাইকে ধন্যবাদ।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়