শিরোনাম
◈ আত্মহত্যা নয় খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভক্তদের উদ্দেশে আর্জেন্টাইন কোচ, মেসির বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত তাকেই নিতে দিন

স্পোর্টস ডেস্ক : দলের বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াও জিততে পারে, বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ জিতে আর্জেন্টিনা আবারও তা জানান দিয়েছে। কিন্তু ভক্ত-সমর্থকরা তো এই মহাতারকার খেলা দেখতে চান। তাদের মাঝে বড় প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনা মেসিকে পাবে কিনা। তবে এই বিষয়ে মেসিকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

মেসির নেতৃত্বে ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ফুটবল বিশ্বের সবচেয়ে আসরের মূলপর্ব ইতোমধ্যেই নিশ্চিত করেছে দলটি। আর তাই ঘুরে ফিরেই সামনে আসছে, সেই আসরে ৩৭ বছর বয়সী মেসির ষষ্ঠ বিশ্বকাপে খেলার বিষয়টি। অলআউট স্পোর্টস

এই প্রসঙ্গে স্কালোনি বলেন, আমরা দেখব কী হয়, হাতে অনেক সময় আছে। আমাদের এক ম্যাচ করে এগোতে হবে, নাহলে পুরো বছরজুড়ে একই প্রসঙ্গে আলোচনা চলবে। এই বিষয়ে তাকে (মেসি) একা থাকতে দিতে হবে। তার যখন ইচ্ছে হবে, সিদ্ধান্ত নেবে। আমাদের উচিত তাকে এ নিয়ে বিরক্ত না করা।

গত মঙ্গলবার রাতে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। তার আগে চলতি মাসে বাছাইপর্বের প্রথম ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল স্কালোনির দল। 

মাংশপেশির চোটের কারণে এই দুই ম্যাচেই ছিলেন না আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে খেলা এই ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে একাধিকবার চোটে পড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়