শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও) ◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও) ◈ সরকারি সফরে কাতার গেলেন সেনা প্রধান ◈ বজ্রপাতের শঙ্কা ৭ জেলায়, ১০ পরামর্শ আবহাওয়া অফিসের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাকিমের অনন্য রেকর্ড, ৫০টি চার ও ২২ ছক্কায় করেছেন ৪০০ রান, দল জিতেছে ৭৩৮ রানে

স্পোর্টস ডেস্ক : স্কুল ক্রিকেটে এক বিরল রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবেও ৪০০ রানের ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে কোনো পর্যায়েই কোয়াড্রপল হাঁকানোর রেকর্ড ছিল না কোনো ব্যাটারের। সেই আক্ষেপ ঘুচিয়েছেন মুস্তাকিম। স্কুল ক্রিকেটের ওয়ানডে সংস্করণে রেকর্ডটি ওপেনিংয়ে নেমে ৪০৪ রান করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। ১৭০ বলের ইনিংসটি ৫০ চার ও ২২ ছক্কায় সাজানো।

মুস্তাকিমের রেকর্ড গড়ার দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তার দলের অধিনায়ক সোয়াদ পারভেজ। ৩২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাদের ব্যাটিং তা-বে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান।  
জবাবে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে হারে সেন্ট গ্রেগরিস। বল হাতে ৬ উইকেট নিয়েছেন ক্যামব্রিয়ানের হাসান হৃদয়। আর ৪ উইকেট গেছে পারভেজের দখলে।  

বাংলাদেশের ক্রিকেটে এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড রানের রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। মিরপুরে ২০২০ সালে প্রথম শ্রেণির ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়েন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম। ৪২৬ বলের ইনিংসটি ছিল ৪২ চার ও ৩ ছক্কায় সাজানো।  

তামিমের আগে প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ২০০৭ সালে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়