শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ২৫ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সঙ্গে তুলনা করা নিয়ে যা বললেন হামজা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় আন্তর্জাতিক তারকা কে-সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? সম্প্রতি এই আলোচনায় শোনা যাচ্ছে জোরেসোরে।

ক্রিকেটার সাকিবের ক্যারিয়ারের পড়তির দিকে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। অন্যদিকে হামজা চৌধুরীর জাতীয় ফুটবল দলে অভিষেক হতে যাচ্ছে আগামী ২৫ মার্চ, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

হামজার জাতীয় দলে এখনও অভিষেক হয়নি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো ক্লাবে খেলেছেন। এখন আছেন শেফিল্ড ইউনাইটেডে।

ইংলিশ প্রিমিয়ারের মতো বড় লিগে খেলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে হামজা চৌধুরীর পরিচিতি আছে বেশ। সাকিবও বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন দীর্ঘদিন, তাকেও ক্রিকেটার হিসেবে চেনে বিশ্ব।

দুজনের মধ্যে কে সেরা? এই বিতর্ক যখন তুঙ্গে। তখন সাকিবের সঙ্গে নিজেকে তুলনায়ই আনতে চাইলেন না হামজা। আজই স্বদেশভূমিতে পা রাখা ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘সাকিব আল হাসান মেগা স্টার। অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।’

এটাকে হামজার বিনয়ই বলতে হবে। সাকিব যেমন বড় তারকা, হামজাও। তবে একজন সুপারস্টারের মনমানসিকতা যেমন হওয়া উচিত, তার প্রমাণ দিয়েছেন হামজা।

সংবাদমাধ্যমের নানা ধরনের প্রশ্নেরই জবাব দিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের এই ফুটবলার। বাংলাদেশে এসে তার ভালোলাগা, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে রোমাঞ্চকর অনুভূতি, বাংলাদেশ দল নিয়ে এবং নিজের গ্রাম ও পরিবার নিয়ে সব ধরনের প্রশ্নের উত্তরই তিনি দিয়েছেন বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীকে পাশে বসিয়ে।

হামজার প্রত্যাশা, ভারতের বিপক্ষে ম্যাচে ভালো খেলে জেতার। সেই সঙ্গে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ছিল তার কণ্ঠে। হামজা মঙ্গলবার পুরোদিন নিজ এলাকায় কাটাবেন। তারপর রাতের ফ্লাইটে ঢাকায় এসে যোগ দেবেন জামাল ভূঁইয়াদের সাথে টিম হোটেলে। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়