শিরোনাম
◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও) ◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান ৯২ রানে শেষ, নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারলো ৯ উইকেটে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারদের। তাদের বাইরে রেখে  নতুনভাবে টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুতেই হোঁচট খেলো। কিউইদের মাটিতে প্রথম ম্যাচে পাকিস্তানের কেবল তিন ব্যাটার ছাড়া কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর। একশর আগেই গুটিয়ে যায় তারা। আর অনায়াস জয়ে এগিয়ে গেলো নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার (১৬ মার্চ) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয়ে পাকিস্তানে সংগ্রহ করে ৯২ রান। যা তাড়ায় নেমে ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।  

দুই ওপেনারের শূন্য রানের বিদায়ে শুরু হয় পাকিস্তানের ইনিংস। তিনে নেমে নতুন অধিনায়ক সালমান আলি আগা ১৮ রান করে বিলিয়ে দেন উইকেট। মিডল অর্ডারে ইরফান খান ১ ও শাদাব খান ৩ রানে বিদায় নেন। ছয়ে নামা খুশদীল শাহের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। চলতে থাকা উইকেটের মিছিল এরপর আরও দ্রুত হতে থাকে। এতে একশর আগেই গুটিয়ে যায় সফরকারীরা।

নিউজিল্যান্ডের হয়ে ৩ ওভার ৪ বলে স্রেফ ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন কাইল জেমিসন। ২৭ রান খরচায় দুই উইকেট নেন ইশ সোধি। একটি উইকেট পান ফল্কস।  
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩৫ বলে ৫৩ রান যোগ করেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ষষ্ঠ ওভারে আবরার আহমেদের বল মোহাম্মদ হারিসের হাতে তুলে দিয়ে সেইফার্ট বিদায় নিলে ভাঙে এই জুটি। ২৯ বলে ৪৪ রান করে ফেরেন কিউই ওপেনার। এরপর টিম রবিনসনকে নিয়ে বাকিটা সেরে ফেলেন অ্যালেন। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫ বলে অপরাজিত ১৮ রান আসে রবিনসনের ব্যাট থেকে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়