শিরোনাম
◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও) ◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মা সর্বকালের সেরা অধিনায়কদের একজন হবেন: এ বি ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : পরপর দুটি আসর জয় করেছে ভারত। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও ঘরে তুলেছে তারা। এই দুই শিরোপা জয়ের মধ্যে ব্যবধান সাত মাস। দুই আসরের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে তুলতেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। অধিনায়ক হিসেবে প্রায় ৭৪ শতাংশ ম্যাচ জেতার রেকর্ডটাও আছে হিটম্যানের নামের পাশে। এবার রোহিতের প্রশংসায় মাতলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। 

তার মতে, সর্বকালের সেরা একজন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন রোহিত। এখনও দলকে অনেক কিছু দেয়ার আছে এই ভারতীয় তারকার।

এবি ডি ভিলিয়ার্স বলেন, বাকি অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের হার দেখুন, প্রায় ৭৪ শতাংশ। আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে।

তিনি আরও বলেন, আর কেনই বা সে অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার ৮৩ বলে ৭৬ রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর নিজের অবসরের সব গুজব উড়িয়ে দেন রোহিত। জানান, এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি।

প্রসঙ্গত, ভারতীয় বেশকিছু গণমাধ্যম বলছে, ২০২৭ বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন রোহিত। সেটি হলে আরও এক আইসিসি ইভেন্টে দলের নেতৃত্বে দেখা যেতে পারে এই তারকাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়