শিরোনাম
◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও) ◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও) ◈ সরকারি সফরে কাতার গেলেন সেনা প্রধান

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে জনপ্রিয় দল ব্রাজিল। যাদের বলা হয়ে থাকে ফুটবলার তৈরির কারখানা। সেই দেশ এবার ক্রিকেট খেলছে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে ব্রাজিল। যেখানে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা। এতে বিশ্বকাপের পথ কঠিন হলো ব্রাজিলের জন্য।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে ৭ উইকেটে হেরেছে সেলেসাওরা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন রবার্ট অ্যাবেরি। তা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ক্যাতোলিনা ন্যাসেমিন্ট। তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১১ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কানাডা। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২১ রান করেন হাবিবা বাদর। তাছাড়া বান্দনা মাহাজন করেছেন অপরাজিত ১০ রান।
এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। এক মাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়