শিরোনাম
◈ ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে প্রভাব পড়বে না: খলিলুর রহমান ◈ চলমান ভারত পাকিস্তান যুদ্ধ: বাংলাদেশগামী ৩ আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন ◈ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা কত? যা জানা গেলে ◈ পা‌কিস্তা‌নে পিএসএলে খেলতে যাওয়া রিশাদ ও নাহিদের নিরাপত্তা সবার আগে: বিসিবি ◈ জু‌নের শুরু‌তে মা‌ঠে নাম‌বেন তাসকিন আহ‌মেদ ◈ বেসরকারি অফিসেও ঈদুল আজহায় ১০ দিন ছুটি ◈ শেখ হাসিনাকে দুদকের চিঠি, কী আছে তাতে? ◈ পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির ◈ ৫ ভবিষ্যদ্বাণী: ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ◈ পাকিস্তানে হামলার শিকার প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক : শরিফুল ইসলাম এবং তানভির ইসলামের অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের ঝড়ো ইনিংসে মৌসুমের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দশ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভয়াবহ হয়েছে গাজীর। স্কোরবোর্ডে চার রান তুলতেই ছয় উইকেট হারিয়েছে দলটি। একাই চার উইকেট নিয়েছেন রূপগঞ্জের পেসার শরিফুল। এরপর তানভিরের স্পিনে একেবারেই খেই হারিয়ে ফেলে দলটি। ৩৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

স্বল্প লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেটই হারায়নি রূপগঞ্জ। ওপেনিং জুটিতেই ৯৭ রান তুলে দলের অদম্য জয় নিশ্চিত করেন তানজিদ এবং সাইফ হাসান। ৪৬ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন তানজিদ। ৩৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সাইফ। মাত্র ১৩.৫ ওভারে জিতে যায় দলটি।

এর আগে গাজীর ইনিংসে ম্যাচের প্রথম বলেই উইকেট এনে দেন শরিফুল। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক আকবর আলীর মুঠোয় ক্যাচ দেন এনামুল হক বিজয়। সেই ওভারের পঞ্চম বলে দুই রান করা সালমান হোসেন ইমনকেও ঠিক একইভাবে প্যাভিলিয়নে ফেরান শরিফুল। তৃতীয় ওভারের প্রথম বলে এক রান করা সাদিকুর রহমানকে রানআউট করেন সৌম্য সরকার।

এই ওভারের চতুর্থ বলে আমিনুল ইসলাম বিপ্লবকে বোল্ড করেন শরিফুল। তৃতীয় ওভারের শেষ বলে তার গুড লেংথের ডেলিভারিতে বোল্ড হন শেখ পারভেজ জীবনও। চতুর্থ ওভারে শামসুর রহমান শুভকে বোল্ড করে ফেরান রূপগঞ্জের জাতীয় দলের আরেক পেসার তানজিম হাসান সাকিব। ফলে স্কোর বোর্ডে চার রান তুলতেই ছয় উইকেট হারায় দলটি।

তারপর ৪৭ রানের জুটি গড়েন তোফায়েল আহমেদ এবং ওয়াসি সিদ্দিকি। এই দুজনের উইকেটই নেন তানভির ইসলাম। দলের রান পঞ্চাশ অতিক্রম করার পর বাঁহাতি এই অর্থোডক্সের বলে বোল্ড হন ৫৯ বলে ২৪ রান করা তোফায়েল। ৭৭ বলে ১৮ রান করা ওয়াসিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তানভির।

৬৫ রানের মধ্যে ৯ উইকেট হারিয়েও অবশ্য দমে যায়নি গাজী ক্রিকেটার্স। আব্দুল গাফফার সাকলাইনের ৫০ বলে খেলা ইনিংস সর্বোচ্চ ২৬ রানের ইনিংসে একশ রানের কাছাকাছি পৌঁছায় দলটি। ২১ বলে ছয় রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ১০ ওভারে মাত্র তিনটি মেডেনসহ মাত্র ১৪ রান খরচায় চার উইকেট নেন শরিফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়