শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেলে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলা দেখার জন্য যেভাবে অপেক্ষার প্রহর গুনে ক্রিকেট ভক্তরা, ঠিক সেভাবেই  অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার উত্তেজনাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় থাকে দর্শকরা। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেই ম্যাচ মাঠে গড়াবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।  

সাম্প্রতিক ফর্মের বিচার করলে এই ম্যাচে ফেভারটি অস্ট্রেলিয়া। অজিরা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন দ্বিতীয়। ইংলিশদের অবস্থান সাত নম্বরে। তবে অস্ট্রেলিয়া দলের শক্তিমত্তা কমেছে চ্যাম্পিয়নস ট্রফিতে। ইনজুরিতে অধিনায়ক প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল মার্শ ছিটকে গেছেন।

হঠাৎ করে অবসর নিয়েছেন স্টয়নিস আর ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন মিচেল স্টার্ক। তাইতো অজিদের দলে তৈরি হয়েছে বড় শুন্যতা। ব্যটিংয়ে ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, লাবুশানে, ম্যাক্সওয়েলের মতো ব্যাটার থাকায় খুব বেশি সমস্যায় পড়বে না অজিরা। তবে মূল সমস্যা বোলিংয়ে। কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের অভাব পুরণ করতে সমস্যায় পড়ছে দলটি। যার ফলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ হেরে পাকিস্তানে এসেছে দলটি।

অপরদিকে, ইংল্যান্ড দল ওয়ানডে ফরম্যাটের সাথে যেন মানিয়ে নিতেই পারছে না। ২০১৯ বিশ্বকাপের পর হঠাৎ করে ৫০ ওভারের ক্রিকেটে ছন্দ হারিয়েছে দলটি। সবশেষ ১০ ওয়ানডে খেলে ৭টিতেই হেরেছে তারা। তবে বাটলার, জো রুট, বেন ডাকেট, আর্চার, মার্ক উডদের নিয়ে গড় তারকাবহুল ইংলিশ স্কোয়াড জলে উঠতে পারলে যে কোন দলকেই তারা হারাতে সক্ষম। অজিদের সাথে দলটির সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো। সবশেষ তিন ম্যাচের মধ্যে দুটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বেই বাদ পড়েছিল অস্ট্রেলিয়া। অপরদিকে, পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে আসর শেষ করে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়