শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকের-হৃদয়ের পার্টনারশীপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুই ব্যাটার জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়লেন। তারা ভেঙেছেন ১৯ বছর আগের রেকর্ড। 

দুবাইতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলের হাল ধরার পথে টুর্নামেন্টটিতে ইতিহাস গড়েন জাকের ও হৃদয়। দুজনের জুটিতে আসে ১৫৪ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কারও। তারা ভেঙেছেন ১৯ বছর আগের রেকর্ড। এর আগে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ১৩১ রান করে রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার।

এদিকে দেড়শ পেরোনো জুটিতে আরও একটি রেকর্ড গড়েছে জাকের ও হৃদয়। ওয়ানডেতে ভারতের বিপক্ষে যেকোনো দলের পক্ষে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

এর আগে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৩৩ রানের জুটি ছিল শ্রীলঙ্কার আতাপাত্তু ও আর্নল্ডের। ২০০৫ সালে রেকর্ডটি গড়েছিলেন এ দুই সাবেক লঙ্কান ক্রিকেটার। তবে ক্যারিয়ারসেরা ইনিংস খেলা জাকের প্রথম সেঞ্চুরির সুযোগটি লুফে নিতে পারেননি। আগের ৫ ওয়ানডেতে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলা জাকের এদিন ১১৪ বলে ৪ চারের মারে ৬৮ রান করে আউট হন। হৃদয় ১১৭ বলে ১০০ রান করে আউট করেন।  বাংলাদেশের সংগ্রহ ৪৯.৪ ওভারে ২২৮ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়