শিরোনাম
◈ ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের ◈ অযথা হর্ন বাজালে চালকদের শাস্তির ঘোষণা, ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি ◈ ভারত থেকে ১০২ জনকে ‘পুশ ইন’ ঘটনায় উত্তেজনা, সরকারের কঠোর পদক্ষেপ চাইলেন জামায়াত আমির ◈ এবার জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে দুদকে তলব ◈ এবার পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ (ভিডিও) ◈ আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি ◈  ভার‌তের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরীফ ◈ মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল‌লেন, সর্বকা‌লের সেরা টুর্না‌মেন্ট হ‌বে ২০২৬ ফিফা বিশ্বকাপ  ◈ রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেল‌বেন না ◈ বিএনপির নির্বাচনের দাবির বিপক্ষ জোরালো হচ্ছে, নির্বাচন চাওয়াকে অপরাধ বলছেন নেতারা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত চ্যাম্পিয়নস ট্রফির সৌন্দর্য নষ্ট করেছে, তাদের শিক্ষা দেয়া উচিত: সাকলায়েন মুস্তাক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার স্পিনার সাকলায়েন মুস্তাক চ্যাম্পিয়নস ট্রফির সৌন্দর্য্য নষ্ট করায় ভারতকে শিক্ষা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন। জসপ্রিত বুমরাহর সার্ভিস মিস করবে দল মনে করেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। এদিকে স্টিভেন স্মিথকে ওপেনিংয়ে খেলানোর পরামর্শ রিকি পন্টিংয়ের।

ভারত-পাকিস্তানের বৈরিতা ঐতিহাসিক। দু’দেশের রাজনৈতিক, কূটনৈতিক অচলাবস্থার রেশ ক্রীড়াক্ষেত্রেও স্পষ্ট। অন্তত ক্রিকেটের নিরীখে পাকিস্তান সম্পর্ক উষ্ণ করতে চাইলেও অন্তরায় ভারতই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের ভারত যাত্রা ছিল তারই প্রমাণ। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে কথা রাখেনি টিম ইন্ডিয়া। ইস্যুটা পুরোনো। কিন্তু ভারতীয়দের মনোভাবে হতাশ হয়েছেন কিংবদন্তি পাকিস্তানি স্পিন কিংবদন্তি সাকলায়েন মুশতাক।

পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক বলেন, নিউজিল্যান্ড দলের স্পিন বোলিং উপদেষ্টা হয়ে ৫ মাস আগে ভারত গিয়েছিলাম। কি ধরনের ভোগান্তি আমার পোহাতে হয়েছে তা আমিই ভালো জানি। অথচ পাকিস্তানের আপামর জনসাধারণ কোহলি, রোহিতদের দারুণ অভ্যর্থনা দিতে মুখিয়ে ছিল। এসবের জন্য ভারতের শিক্ষা পাওয়া উচিত।

ইনজুরি জর্জরিত অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা সফরে। গেম প্ল্যান কেমন হওয়া উচিৎ কিভাবে ঘুরে দাঁড়াবে অজিরা? টোটকা দিয়েছেন সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, জ্যাক ফ্রসার ম্যাকগ্রার্কের ব্যাটিং এভারেজ ১৫ এর কাছাকাছি। ওকে একাদশে রাখতে টিম ম্যানেজমেন্টের সতর্ক হওয়া উচিৎ। বরং স্টিভেন স্মিথকে ওপেনিংয়ে খেলানোর পক্ষে। আমি নিশ্চিত ও পারফর্ম করবেই। আর পেস বোলিংয়ে স্পেন্সর জনসনের নেতৃত্ব দেয়ার সকল গুন রয়েছে। 

এদিকে দল সাফল্যের তুঙ্গে থাকলেও জসপ্রিত বুমরাহর অনুপস্থিতি অস্বস্তির কারণ ভারতের। সরল স্বীকারোক্তি শিখর ধাওয়ানের। তিনি বলেন, এ মুহূর্তে বুমরাহর কোন বিকল্প নেই। নিশ্চিতভাবে তাকে পুরো দল মিস করবে। বিশ্বের একনম্বর ক্রিকেটারের না থাকা দলের জন্য অবশ্যই একটা বড় ধাক্কা। তবে বাংলাদেশকে হারাতে বেগ পেতে হবে না ভারতের বিশ্বাস ধাওয়ানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়