শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে স্টিভ স্মিথকে চান গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক : অনেক দেশই এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ কিছু তারকা ক্রিকেটারদের নিয়ে যেতে পারছে না। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে অস্ট্রেলিয়াই। চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ ছিটকে গেছেন আরও দুই ক্রিকেটার। শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক। দলের এমন অবস্থায় অধিনায়ক স্টিভ স্মিথকে ওপেনিংয়ে খেলার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট।

চোটের কারণে কামিন্সসহ দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার জশ হ্যাজেলউড ও অলরাউন্ডার মিচেল মার্শকে হারিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিস আচমকাই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। আর চূড়ান্ত দল জমা দেওয়ার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়ে শেষ ধাক্কাটা দেন স্টার্ক।

চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের সবশেষ প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার মাটিতে দুটি ওয়ানডে খেলে অস্ট্রেলিয়া। তবে আনকোরা এক বোলিং আক্রমণ নিয়ে খেললেও তাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিং।

ব্যাটারদের ব্যর্থতায় লঙ্কানদের কাছে দুই ম্যাচই হেরেছে তারা। এমন অবস্থায় চ্যাম্পিয়নস ট্রফিতে স্মিথ যত বেশি বল খেরতে পারবেন তা দলের জন্য বেশি কার্যকর হবে বলে মনে করেন গিলক্রিস্ট। 

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে মিডল-অর্ডারে ব্যাটিংয়ে নেমে ১২ ও ২৯ রান করেন স্মিথ। অন্যদিকে ছন্দহীনতায় ভুগছেন দলে জায়গা পাওয়া জেইক ফ্রেজার-ম্যাগার্ক। আর তাই স্মিথকে ওপেনিংয়ে ব্যাটিংয়ে পক্ষে গিলক্রিস্ট। তবে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী এই উইকেটকিপার-ওপেনার ট্র্যভিস হেডের সঙ্গী হিসেবে ম্যাট শর্টকেও ভালো বিকল্প হিসেবে দেখছেন।

অস্ট্রেলিয়ার এবিসি চ্যানেলের এক অনুষ্ঠানে গিলক্রিস্ট বলেন, “এটা এখন কঠিন সিদ্ধান্ত। তবে স্টিভ স্মিথকে ওপেন করানো উচিত। শ্রীলঙ্কার বিপক্ষে সে কোথায় ব্যাট করেছে, তা আমি জানি না। ট্র্যাভিস হেড নিশ্চিতভাবেই ওপেন করবে — সে এখন পুরোপুরি ফিট। ম্যাট শর্টকেও আমার ভালো লেগেছে, কারণ সে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন গড়ে তুলতে পারে।

আগামী ২২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু করবে ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়