শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ ◈ ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও) ◈ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, ইমিগ্রেশন বলছে ‘কোনো নিষেধাজ্ঞা ছিল না’

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের মুশতাক আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পাকিস্তানিকে ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিল মেহেদি হাসান মিরাজ-নাসুম আহমেদরা। তবে আবারও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন মুশতাক।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং হিসেবে আবারও কাজ করবেন মুশতাক। তবে আপাতত শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মিরাজ-নাসুমদের নিয়ে কাজ করবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। - ক্রিকফ্রেঞ্জি

সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো সময় মুশতাককে পাওয়া যেত না বলে তার কাজ করা হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও দলের সঙ্গে কাজ করবেন তিনি। আপাতত শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করবে, এরপর তার সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করা হবে কি হবে না এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সবকিছু ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিমানে উঠবে বাংলাদেশ দল। দুবাইতেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা মুশতাকের। তবে প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে বাংলাদেশে আছেন, মাঠে বসেই দেখেছেন বিপিএলের কয়েকটি ম্যাচ। 

গেল বছর এপ্রিলে মুশতাককে স্পিন কোচ হিসেবে উড়িয়ে আনে বিসিবি। প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়। পরবর্তীতে সিরিজভিত্তিক কাজ শুরু করেন সাবেক এই লেগ স্পিন কিংবদন্তি। তার অধীনে নিয়মিত দেশে এবং দেশের বাইরে পারফর্মও করছেন বাংলাদেশের স্পিনাররা।

৫৩ বছর বয়সী মুশতাক ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ২০১৮-২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। এছাড়া ২০১৪-১৬ সালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়