শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুই বিদেশি ক্রিকেটার চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ আনলেন

স্পোর্টস ডেস্ক : হাস্যকর বিপিএলে চিটাগং কিংস এর আগেও আলোচনায় এসেছিল দেশীয় ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দিয়ে। এবার দলটির দুই বিদেশি, পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী অভিযোগ করেছেন কোনো অর্থ না পাওয়ার। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও দিচ্ছে না দলটি। কর্ণধার সামির কাদের চৌধুরী তা স্বীকারও করেছেন। দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। চ্যানেল২৪ 
বাঁকে বাঁকে রহস্য আর অনিশ্চয়তায় ঘেরা বিপিএল। বাংলাদেশে খেলতে এসে যেন অপরাধ করেছে বিদেশি ক্রিকেটাররা। চিটাগং কিংসের পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী এক টাকাও পারিশ্রমিক পাননি। দু’জনই নিশ্চিত করেছেন। 

এখন পর্যন্ত এক ম্যাচ খেলা আফগান অলরাউন্ডার জানান, আজকে দেব, কালকে দেব বলে ঘুরাচ্ছে চিটাগং কিংস। এমনকি চলে যেতে চাইলেও টিকিট করে দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

পাকিস্তান ব্যাটার খাজা নাফিও দুশ্চিন্তায়। একদিকে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না আরেক দিকে পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা। বলেছেন, বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে এখনও চুপ আছেন। টাকা না পেলে, যাওয়ার আগে সব প্রকাশ করে যাবেন।

এ দু’ক্রিকেটারকে পারিশ্রমিক না দেয়ার কথা স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। তিনি বলেন, খাজা নাফী ও আকবরীর জন্য এটা বিশাল অপারচুনিটি। তাদের সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। আর নাফীরটা তো কথা হয়েছে হাতে করে নিয়ে যাবে। আসলে চারিদিকের অবস্থা দেখে তারাও এভাবে রিঅ্যাক্ট করা শুরু করেছে। তবে ক্রিকেটাররা কেন গণমাধ্যমে তথ্য দিচ্ছে এ নিয়ে আপত্তি কিংস মালিকের। রাজশাহীকে নিয়ে যখন টালমাটাল অবস্থা তখন চিটাগং কিংসের হাড়ির খবরও গোপন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়