শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায়

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আজ থেকে ঠিক একমাস পর আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির এবারের আসর। আয়োজক পাকিস্তান হওয়ায় এবারও হাইব্রিড মডেলে মাঠে গড়াবে আট দলের টুর্নামেন্টটি। 

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ১০ মার্চ। ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে গ্রুপ ‘এ’তে। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

ভারত-পাকিস্তানের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু।

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না এ কারণে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এই শহরেই।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার মহারণ হবে ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। গ্রুপপর্ব চলবে ২ মার্চ অব্দি। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমি-ফাইনাল আর ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি

তারিখ           প্রতিপক্ষ          ভেন্যু
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়