শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে খুলনা টাইগার্সকে হারিয়ে দিলো সিলেট স্ট্রাইকার্স 

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেলো সিলেট স্ট্রাইকার্স। এদিন সিলেটকে ব্যাট হাতে ভিতটা গড়ে দিয়েছিলেন রনি তালুকদার ও জাকির হাসান। বল হাতে বাকি কাজটুকু সারলেন তানজিম হাসান সাকিব ও রুয়েল মিয়া। আর এতেই খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রনির ৫৬ ও জাকিরের অপরাজিত ৭৫ রানের ওপর ভর করে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় সিলেট। জবাবে তানজিম, রুয়েল ও রিস টপলির দুটি করে উইকেট শিকারে খুলনার ইনিংস থামে ৯ উইকেটে ১৭৪ রানে। - অলআউট স্পোর্টস

নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে এবারের আসর শুরু করা সিলেট জয় পেল নিজেদের পরের দুই ম্যাচেই। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত ম্যাচে ৫৮ রান করে জয়ের নায়ক জাকির এদিনও হন ম্যাচসেরা। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে এই উইকেটকিপার-ব্যাটার ৪৬ বলের ইনিংসটি সাজান ৬ ছক্কা ও ৩ চারে।  

টস হেরে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে থাকা দলের হাল ধরতে পঞ্চম ওভারে ক্রিজে আসেন জাকির। তৃতীয় উইকেটে রনিকে নিয়ে ১০৬ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার পাশাপাশি বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। শেষ দিকে অ্যারন জোন্সের ৬ বলে ২০ এবং অধিনায়ক আরিফুল হকের ১৩ বলে ২১ রানে বড় সংগ্রহ পায় সিলেট। এদিন প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন জাকের আলী।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি খুলনার। পাওয়ারপ্লের ভেতর ৪৭ রানে মেহেদী হাসান মিরাজের দল হারায় ৩ উইকেট। ১৪ বলে ১৫ রান করা মিরাজকে ফেরান রুয়েল। এক প্রান্ত আগলে রাখা উইলিয়াম বোসিস্টো ৪৩ রান করলেও খেলেন ৪০ বল। তবে মোহাম্মদ নাওয়াজ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটে জয়ের কিছুটা আশা জেগেছিল খুলনার। কিন্তু শুরুর দিকের বেশি বল নষ্ট করায় শেষ দিকে তা আর কাটিয়ে উঠতে পারেনি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়