শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেস বোলার নাহিদ রানার বিশ্রামের প্রয়োজন, রংপুরের কোচ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক : পেস বোলার নাহিদ রানা এবারের বিপিএলে দুর্দান্ত পারফরমেন্সে করছেন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার ৫ নম্বরে তরুণ এ পেসার। তবে নাহিদকে টানা ম্যাচ খেলানোয় রংপুর রাইডারসের সমালোচনা হচ্ছে বেশ। এমন পরিস্থিতে নাহিদের বিশ্রাম প্রসঙ্গে কথা বলেছেন রংপুরের হেড কোচ মিকি আর্থার।

শনিবার সিলেটে আর্থার বলেন, আমরা দেখবো তার কী অবস্থা। খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া ও খেলানোর মধ্যে একটা ভারসাম্যের জায়গা আছে। বেশি বল করানো বা কম বল করানোর মধ্যেও। মাত্র ২৪টা বল করতে হয় ম্যাচে, আমরা দেখবো এটা এসব কীভাবে যায়। আমরা যদি তাকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাই, তাহলে দেবো।  - ডইলি ক্রিকেট

রংপুরের হেড কোচ আরও বলেন, এখন বসে এই পরিকল্পনা করা কঠিন যে এখানে বা ওখানে বিশ্রাম দেবো। আমাদের খুব ভালো ফর্মুলা আছে যেটাতে খেলতে পছন্দ করি, আমাদের দুজন পেসার আছে যারা মিডলে বল করে, স্পিনাররাও ভালোভাবে কাজটা করছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা এটা ধরে রাখবো ও মেইনটেইন করবো। আমরা তাকে বিশ্রাম দেবো কি না, সে ক্লান্ত হচ্ছে কি না তার ওপর নির্ভর করছে, আমরা দেখবো সামনে এটা কেমন হয়।’

এবারের বিপিএলে শুরুটা দুর্দান্ত করেছে রংপুর রাইডার্স। ছয় ম্যাচের সবগুলোতে জিতে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে সবার উপরে আছে তারা। মাঝপথেই প্লে অফের দিকে অনেকটুকু এগিয়ে গেছে তারা। এর পেছনের রহস্য কী?
উত্তরে আর্থার বলেন, আমার মনে হয় খেলোয়াড়রা তাদের যে ভূমিকা দেওয়া হচ্ছে, তারা যেভাবে চাইছি সেভাবেই পূরণ করছে। মাঠে নিজেদের খুব দুর্দান্তভাবে মেলে ধরছে। আমি খুব খুশি। এটা খুবই প্রতিভাবান খেলোয়াড়দের দল। এবারের বিপিএলের একমাত্র দল হিসেবে অপরাজিত রংপুর। তানা ৬ ম্যাচ জিতেছে তিস্তা পাড়ের দলটি। বিপিএলের ইতিহাসে এর আগে আর কোন দল টানা ৬ ম্যাচ জিততে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়