শিরোনাম
◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : লঙ্কান মহীশ থিকশানার উইকেট প্রাপ্তির হ্যাটট্রিকে খেই হারিয়ে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি নিউজিল্যান্ড। তবে রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যানের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত হয়েছিল কিউইদের। রান তাড়ায় স্বাগতিক পেসারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো প্রতিরোধই করতে পারল না শ্রীলঙ্কা। ১১৩ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

বুধবার হ্যামিল্টনে বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৩৭ ওভারে নামিয়ে আনা হয়। রবীন্দ্র ও চ্যাপম্যানের জোড়া ফিফটি ছাড়া আর কোনো ব্যাটার ইনিংস বড় করতে না পারায় ৯ উইকেটে ২৫৫ রানের সংগ্রহ দাঁড় করায় নিউ জিল্যান্ড। জবাবে প্রথম ৫ ওভারের ভেতন ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সফরকারীদের ইনিংস থামে ১৪২ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙে নিউ জিল্যান্ডের। এরপরই লঙ্কানদের ওপর ঝড় তোলেন রবীন্দ্র ও চ্যাপম্যান। দ্বিতীয় উইকেটে বাঁহাতি এই দুই ব্যাটার ৯১ বলে যোগ করেন ১১২ রান। ৫২ বলে ৬২ রান করা চ্যাপম্যানকে ফিরিয়ে লঙ্কানদের স্বস্তি এনে দেন থিকশানা। সঙ্গীর বিদায়ের ৩ ওভার পর সাজঘরের পথ দেখেন ভয়ঙ্কর হয়ে ওঠা রবীন্দ্র। তিনি করেন ৬৩ বলে ৭৯ রান।

পরের ব্যাটারদের মধ্যে ড্যারিল মিচেল ৩৮, গ্লেন ফিলিপস ২২ ও অধিনায়ক স্যান্টনারের ২০ রান ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। ৩৫তম ওভারের শেষ দুই বলে স্যান্টনার ও ন্যাথান স্মিথের উইকেট তুলে নেওয়ার পর ৩৭তম ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন থিকশানা। ৪৪ রান খরচায় ডানহাতি এই স্পিনারের শিকার ৪ উইকেট।

রান তাড়ায় ২২ রানের ভেতর ৪ উইকেট হারানো লঙ্কানদের হাল ধরেন কামিন্দু মেন্ডিস। কিন্তু বাঁহাতি এই ব্যাটারকে তেমন কেউই সঙ্গ দিতে পারেনি। পঞ্চম উইকেটে জানিত লিয়ানাগেকে নিয়ে ৫৭ রানের জুটির পর ষষ্ঠ উইকেটে চামিন্দু বিক্রমাসিংহের সঙ্গে ৪৭ রানের জুটিতে কেবল দলের পরাজয়ের ব্যবধান কমাতে পারেন তিনি। এর মাঝে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন কামিন্দু।

১৬ রানের ভেতর শেষ ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের ইনিংস থামে ৩০ ওভার ২ বলে। দলের হয়ে ৬৬ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন কামিন্দু। কিউইদের হয়ে উইল ও’রোর্কের শিকার ৩ উইকেট। ২টি উইকেট নেন জ্যাকব ডাফি। আগামী শনিবার অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়