শিরোনাম
◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-পেরু মুখোমুখি 

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ পর্বে গত ম্যাচে প্যারাগুয়ের কাছে পরাজিত হয়েছিলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির কয়েকজন সতীর্থ  ইনজুরিতেও পড়েছেন। এবার আলবিসেলেস্তেদের বছরের শেষ ম্যাচের প্রতিপক্ষ পেরু।  

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়নেস এইরেসের লা বোম্বোনেরায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের জন্য লিওনেল স্কালোনির 'বাজির ঘোড়া' সেই লিওনেল মেসিই। কারণ রক্ষণ ও মাঝমাঠে গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ।  লিসান্দ্রো মার্তিনেজ, হেরমান পেসেলা, নিকোলাস গঞ্জালেস, ক্রিস্তিয়ান রোমেরো এবং নাহুয়েল মলিনাকে ছাড়াই খেলতে হবে মেসিদের।  

দলের এত এত খেলোয়াড় না থাকায় শেষ মুহূর্তে গিলিয়ানো সিমিওনেকে ডেকেছেন স্কালোনি। তাকে খেলানো হবে মলিনার জায়গায়। এই তরুণ ফুটবলার আবার স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে। কিন্তু স্কোয়াড ঘোষোণার একদিন পরেই কুতি রোমেরোও ছিটকে যান। তাকে ক্লাবের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার আরও বড় দুশ্চিন্তার নাম নিকোলাস তাগলিয়াফিকো। তিনিও ঘাড়ে চোট পেয়েছিলেন। তবে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। ফলে তাকে একাদশে রাখা হবে।  
রক্ষণভাগের অধিকাংশ খেলোয়াড় ছিটকে যাওয়ায় আর্জেন্টিনা দলের টেকনিক্যাল স্টাফরা ফাকুন্দা মেদিনাকে ডেকে এনেছেন। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা ছিল মারকোস সানেসির। কিন্তু মেদিনা আবার সেন্টার ব্যাক ও লেফট ব্যাক দুই ভ‚মিকাতেই খেলতে পারেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়