শিরোনাম
◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ ◈ ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও) ◈ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, ইমিগ্রেশন বলছে ‘কোনো নিষেধাজ্ঞা ছিল না’ ◈ পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? যা জানাগেল

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ১২:১৪ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলিকে অনুসরণ করতে বাবর আজমকে  রিকি পন্টিংয়ের পরামর্শ 

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক বাবর আজম বেশ কিছুদিন ধরেই সেরা ফর্মে নেই। নিজের ওপর চাপ কমাতে সীমিত ওভারের অধিনায়কত্বও ছেড়েছেন তিনি। এরপর টেস্ট দল থেকেও তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে কোনো কিছুই যেন কাজে দিচ্ছে না। 

ফর্মে ফিরতে তাকে বিরাট কোহলিকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। কোহলিও ক্যারিয়ারের এক পর্যায়ে রান খরায় ভুগেছেন। এরপর ক্রিকেট থেকে সাময়িক বিরতিও নিয়েছিলেন তিনি। এর সুফলও পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। আবারও ছন্দে ফিরেছেন তিনি। -ক্রিকফ্রেঞ্জি

পন্টিং মনে করেন বাবরের এখন বড় চ্যালেঞ্জ টেস্ট দলে ফেরা। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সে কীভাবে দলে ফেরে। তাদের খুঁজে বের করতে হবে বাবর কীভাবে নিজের সেরা ফর্মে ফিরবে এবং টেস্ট দলে কীভাবে ফেরানো যায়।

কোহলির উদাহরণ টেনে পন্টিং বলেছেন, আপনি যখন বাবরের রেকর্ড-পরিসংখ্যান দেখে বিরাট কোহলির উদাহরণ টানতে পারেন। রেকর্ড বলবে বিরাট কোহলি ঘুরে দাঁড়িয়েছে। এটা শুধু হয়েছে তার সাময়িক বিরতির জন্য। সে খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল কিছুদিনের জন্য সতেজ হওয়ায় জন্য এবং নিজেকে গুছিয়ে নেয়ার জন্য।

বাবর ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ হয়েছেন। তার পারফরম্যান্সের জন্য ভুগতে হয়েছে পাকিস্তান দলকেও। এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে বাবরকে ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা থেকে দূরে থেকে বিরতি নিতে বলছেন পন্টিং। তাতে করে সুফল মিলতে পারে পাকিস্তানি এই তারকার।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাবরের ঠিক এটাই দরকার হতে পারে। বাবরকে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে দূরে সরে যেতে হবে এবং ক্রিকেট নিয়ে ভাবনা বন্ধ করতে হবে। তার কিট ব্যাগ কিছুদিনের জন্য লক করে রাখা উচিত এবং অন্যকিছু নিয়ে চিন্তা করা উচিত। তারপর আবারও সে উদ্যম নিয়ে ফেরত আসবে। কারণ আমরা জানি সে কতটা ভালো। আশা করি তার ক্যারিয়ারের বাকি অংশে আবার সেটা দেখতে পাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়