শিরোনাম
◈ ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে প্রভাব পড়বে না: খলিলুর রহমান ◈ চলমান ভারত পাকিস্তান যুদ্ধ: বাংলাদেশগামী ৩ আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন ◈ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা কত? যা জানা গেলে ◈ পা‌কিস্তা‌নে পিএসএলে খেলতে যাওয়া রিশাদ ও নাহিদের নিরাপত্তা সবার আগে: বিসিবি ◈ জু‌নের শুরু‌তে মা‌ঠে নাম‌বেন তাসকিন আহ‌মেদ ◈ বেসরকারি অফিসেও ঈদুল আজহায় ১০ দিন ছুটি ◈ শেখ হাসিনাকে দুদকের চিঠি, কী আছে তাতে? ◈ পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির ◈ ৫ ভবিষ্যদ্বাণী: ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ◈ পাকিস্তানে হামলার শিকার প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

স্পোর্টস ডেস্ক: শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। তারা আগের দিন ৬ উইকেটে ৩৩৯ রান করে। সেখান থেকে আর ৩৭ রান যোগ করতেই শেষের চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ থেমেছে ভারত।

আজকের দিনে একাই ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে ফাইফার (৫ উইকেট) পূর্ণের কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে পাঁচ উইকেট পেয়েছিলেন টাইগার পেসার। এবার ভারতে গিয়েও ফাইফার হাসানের।

এর আগে, চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের চেপে রাখা গেলেও পরে সেই নিয়ন্ত্রণ হাতছাড়া হয় অশ্বিন-জাদেজার অনবদ্য জুটির কল্যাণে।

ফলে ভারতকে দ্রুত অলআউটের লক্ষ্যে দ্রুত এই জুটি ভাঙার প্রয়োজন ছিল বাংলাদেশের। তাতে সকালের শুরুতেই সফল হয়েছে সফরকারী দল। তাসকিনের আঘাতে ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

সেঞ্চুরি বঞ্চিত হওয়া জাদেজা ৮৬ রানে এজ হয়ে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। তার ১২৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছয়।

প্রথম দিন ভারত ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে দিন শেষ করেছিল। ১০২ রানে অশ্বিন ও ৮৬ রানে জাদেজা অপরাজিত ছিলেন। কিন্তু দ্বিতীয় দিন জাদেজা আর রান যোগ করতে পারেননি। সপ্তম উইকেটের জুটিতে স্বাগতিকরা শুধু বিপদই কাটিয়ে ওঠেনি, নিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ।

বাংলাদেশের পক্ষে হাসানের ফাইফার আর তাসকিনের তিন উইকেট ছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট। ৮ ওভার বোলিং করে সাকিবের ইকোনমি রেট সর্বোচ্চ ৬ দশমিক ২৫। মোট ৫০ রান দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়