শিরোনাম
◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪, ১২:২৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জো রুটের রেকর্ড সেঞ্চুরিতে লর্ডসে ইংল্যান্ডের আধিপত্য

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন জো রুট। দায়িত্বশীল ফিফটি করে দলকে জিতিয়ে ম্যানচেস্টার টেস্টের সমাপ্তি টেনেছিলেন। এবার করলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন জো রুট।

লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি উদযাপন করেছেন ইংলিশ এই ব্যাটার। তার রেকর্ড গড়ার দিনে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৮ রান। যমুনানিউজ

এদিন শুরুটা ভালো হয়নি ইংলিশদের। রুট যখন উইকেটে আসেন, ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৪২। ওপেনার ড্যান লরেন্স (৯) ফিরেছেন অল্পতেই। ফের ব্যর্থ ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ (১)। দলীয় ৮২ রানে ফেরেন ভালো খেলতে থাকা বেন ডাকেটও (৪০)।

এরপর চল্লিশোর্ধ জুটি হয় দুটি। তবে হ্যারি ব্রুক ও জেমি স্মিথ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ক্রিস ওকসও সঙ্গ দিতে পারেননি রুটকে। ২১৬ রানে ৬ উইকেট হারিয়ে তখন প্রথম দিনই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় ইংল্যান্ড। তবে ফাস্ট বোলার গাস অ্যাটকিনসনকে নিয়ে ইংলিশদের এগিয়ে নিয়ে যান রুট। দুজনে মিলে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ৯৩ রান।

দারুণ এই জুটিতেই ব্যক্তিগত শতরানের মাইলফলকে পৌঁছান রুট। অসাধারণ ছন্দে থাকা এই ব্যাটার ৩৩তম সেঞ্চুরি করে অ্যালেস্টার কুকের পাশে বসলেন। লর্ডসে এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ক্রিকেটের মক্কায় এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারও।

পেসার অ্যাটকিনসন আট নম্বরে নেমে অপরাজিত আছেন ৮১ বলে ক্যারিয়ার সেরা ৭৪ রান করে। রুট ১৪৩ রানের ইনিংসটি খেলেছেন ২০৬ বলে, মেরেছেন ১৮টি চার। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন আসিতা ফার্নান্ডো, মিলন রতœায়েকে ও লাহিরু কুমারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়