শিরোনাম
◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো..

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছক্কা মারা নিষিদ্ধ করলো কাউন্টি ক্লাব, সন্তুষ্ট নন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: ছক্কা মারলে রান পাবেন না কোনো ব্যাটার। আবার সেই ব্যাটার দ্বিতীয়বার ছক্কা মেরে দিলে ফিরে যেতে হবে প্যাভিলিয়নে। ইংল্যান্ডের সাউথউইক ও শোরহাম ক্রিকেট ক্লাব তাদের মাঠে এই নিয়মই বেঁধে দিয়েছে। প্রতিবেশীদের অভিযোগের পর এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রাইটনের কাছের ক্লাবটি।

এই অদ্ভুত নিয়ম চালু করা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ১৭৯০ সালে। ক্লাবটির ঘরের মাঠ দ্য গ্রিনের কাছাকাছি বাড়ি রয়েছে। সেসব বাড়িতে ক্ষয়ক্ষতির অভিযোগ আনার পর ক্লাব কর্তৃপক্ষ নতুন পদক্ষেপ হিসেবে ছক্কা মারাই বন্ধ করে দিয়েছে।

সাউথউইকের মাঠটির পাশে বসবাস করেন ম্যারি গিল। ৮০ বছর বয়সী গিল বলেছেন, এটা খুব ছোট মাঠ। আমার পিতামাতা এবং দাদা-দাদীরা এখানে থাকতেন আমার আগে। ক্রিকেট বল সবসময়ই উড়ে এসে ক্ষতি করেছে। বছর ধরে আমরা ছাদের টাইলস ভাঙা পেয়ে এসেছি, জানালা ভেঙে যাওয়া এবং এসব ধরনের ক্ষতি।

স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা নতুন নিয়মে সন্তুষ্ট নন মোটেও। বাড়িতে বল পড়ার ব্যাপারে একজন ক্রিকেটার তো বলে দিয়েছেন, ক্রিকেট মাঠের পাশে আপনি ঘর কিনে থাকলে, আপনার আঙিনায় কিছু বল দেখবেন। আরেকজন চরম বিরক্তিই প্রকাশ করেছেন এভাবে, কীভাবে আপনি ছক্কা মারা নিষিদ্ধ করতে পারেন? হাস্যকর। এটা আনন্দ কমিয়ে দেয়।

তাদের ক্লাবের কোষাধ্যক্ষ মার্ক ব্রক্সাপকে অনেক কিছু হিসাব করতে হয় যদিও। অদ্ভুত নিয়মটি তৈরিতে জড়িয়ে থাকা এই কর্মকর্তা বলেছেন, অতীতে গাড়ি, ঘর, এমনকি ছাদের ক্ষতি হওয়ার কিছু ঘটনা ঘটেছে। আমরা ব্যয়বহুল বীমা পরিশোধ করতে চাই না। অথবা আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক সেটা চাই না। এজন্য এটা করাই বুদ্ধিমান সিদ্ধান্ত মনে হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়