শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসরের ঘোষণা দিলেন জার্মানির টমাস মুলার

স্পোর্টস ডেস্ক: এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছে আয়োজক জার্মানি। এর পরই টমাস মুলারের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সত্যিই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন জার্মানির ফরোয়ার্ড টমাস মুলার।

সোমবার (১৫ জুলাই) এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী মুলার। মুলার বলেন, জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।

তিনি আরো বলেন, ১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি।

২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে বয়সভিত্তিক দলে অভিষেক হয়েছিল মুলারের। ১৪ বছরের ক্যারিয়ারে জার্মানির জার্সিতে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ম্যাচ। লোথার ম্যাথাউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসাই (১৩৭) তার চেয়ে বেশি খেলেছেন। -প্রথম আলো

২০১০ বিশ্বকাপে জার্মানির সেমিফাইনালে ওঠার পথে ৫ গোল করে দারুণ অবদান রেখেছিলেন মুলার। জিতেছিলেন গোল্ডেন বুটও। এবার ইউরোয় স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের ম্যাচটাই জার্মানির জার্সিতে হয়ে রইল মুলারের শেষ ম্যাচ।

ম্যাচের ৮০তম মিনিটে বদলি হয়ে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী এই বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। জার্মানির হয়ে ৮টি বড় টুর্নামেন্ট খেলে শুধু বিশ্বকাপই জিততে পেরেছেন।

সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের সেই জয়েও গোল করেছিলেন মুলার। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে ছিলেন পুরো ১২০ মিনিট। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ৩টি করে ম্যাচ খেলে গোল করতে পারেননি।

এবার ইউরোয় বেঞ্চ থেকে নেমে দুটি ম্যাচ খেলেছেন মুলার। জাতীয় দল ছাড়লেও বায়ার্নের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়