শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ঐক্যবদ্ধ আছি, সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করেছিলাম। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকার-পুলিশের ওপর নির্ভরশীল হয়ে আমরা আমাদের জীবন, জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

এনসিপির আহ্বায়ক বলেন, সামনের যে নির্বাচন, এই নির্বাচনে গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে, আমরা সেই প্রত্যাশা রাখি। 

দলের প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ-এর পক্ষে, শাপলাকলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশকে আর কখনোই ৫ আগস্টের পূর্বে ফেরত নেবো না। 

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের বিজয় দিবসে রাখছি। 

তিনি জোর দিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। একাত্তরের দালালদের বিরুদ্ধে ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়