শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাসাসের দোয়া ও কোরআন খতম

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজনে  সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায় বাড্ডা বরকতপুর এতিমখানা, মধ্যবাড্ডা, ঢাকায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে  ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাস আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন,গীতিকার মনিরুজ্জামান মনির,
 যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী,জাবেদ অহমেদ কিসলু, ফেরদৌস ফকির, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, সদস্য এস এম মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আমিনুল হক, সরদার মিলন, হবিবুর রহমান জসীম, শাহ বিল্লাল,দপ্তর মিজানুর রহমান, টাইগার সোহেল, দিপু, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন আনু, মালয়েশিয়া জাসাস আহবায়ক শেখ মাসুমসহ অভিনেতা শাহেদ শরীফ, চিত্রনায়ক মেহেদী, কণ্ঠশিল্পী রেখা সুফিয়ানা, রুকসার রহমান, সালমান রাজ, মনির হোসেন, মৌসুমী ইকবাল প্রমুখ।

চিত্র নায়ক হেলাল খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতিম শিশুদের ভালোবাসতেন। তাদের জন্য কাজ করে গেছেন। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্যায়ভাবে জেলে রাখা হয়। বলা হতো উনি এতিমদের টাকা মেরে গেছেন। যা ছিলো মিথ্যা কথা। বেগম জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র।  ২ কোটি টাকা আজ বেড়ে ১২ কোটি ছাড়িয়েছে। এতিমদের হক কখনোই দেশনেত্রী খিয়ানত করেননি। রমজান মাসে এতিমদের সাথে রোজা খুলে রমজান মাসের ইফতার মাহফিল শুরু করতেন। তিনি বিশ্বাস করতেন শিশু এতিমদের দোয়া আল্লাহ কবুল করেন। 

তিনি বলেন, তাই জাসাস আজ দেশনেত্রীর রোগমুক্তির দোয়া  এতিমদের নিয়ে করা হলো। তিনি উপস্থিত সকলকে দেশনেত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া করার জন্য বলেন। 

হেলাল খান বলেন, জাসাস এর সকল স্তবের নেতা- কর্মী আগামী শুত্রুবার আমাদের প্রাণের নেত্রীর জন্য দোয়া রাখবেন। তিনি সকল দেশে ও বিদেশে থাকা জাসাস নেতা- কর্মীকে দেশনেত্রীর রোগমুক্তির  রোজা রেখে ইফতারির সময় কায়মনোবাক্যে দোয়া করার জন্য অনুরোধ জানান।

জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন রোকন বলেন, আজ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করেছি। আমরা এতিমদের নিয়ে দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলআমীন যেনো নেত্রীকে সুস্থ করে দেন। তিনি সকলকে  দেশনেত্রীর জন্য দোয়া করার জন্য দরখাস্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়