জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে তারা ভয় পান না। তিনি দাবি করেন, অতীতে শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাননি, তাই ভাঙা ডিমেও তাদের কিছু যায় আসে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন আখতার হোসেন।
বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতেও এ ধরনের হামলা চালিয়েছে। উপদেষ্টাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে, দেশে বিরোধী নেতারাও নিয়মিতভাবে তাদের টার্গেট হন। তবে এসব হামলায় তারা ভয় পান না।
আখতার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। তাই কারো ভাঙা ডিমে কিছু যায় আসে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস চালিয়েছে এবং চালাতে পারে। কিন্তু মানুষ অতীতেও জীবন উৎসর্গ করে তাদের মোকাবিলা করেছে। সামনের দিনগুলোতেও জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। তার দাবি, আওয়ামী লীগ তাদের সন্ত্রাস নিয়ে আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। সূত্র: চ্যানেল আই