একটা কথা স্পষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তন হচ্ছে না। এনসিপির সঙ্গে এক বা একাধিক দলের একীভূত হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে মাসউদ এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’
এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো সারা দেশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনব্যাপী চলে এই আয়োজন। এতে অংশ নেন জেলা-উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
এনসিপির রাজনৈতিক আদর্শ কেমন হবে, কীভাবে চলবে দলটির সাংগঠনিক কার্যক্রম তা দলীয় নেতাদের কাছে তুলে ধরেন নাহিদ ইসলাম-আখতার হোসেনরা। সভায় উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ নেতারা।