শিরোনাম
◈ ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে ◈ পিতৃত্বকালীন ছুটি নিয়ে যেসব সুপারিশ করেছে মন্ত্রণালয় ◈ নির্বাচনী জোট নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ◈ বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ ◈ তারেক রহমান: স্বৈরাচার বিদায় হলেও ‘অদৃশ্য শক্তি’ মাথাচাড়া দিচ্ছে, সতর্ক থাকার আহ্বান ◈ সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও সভা করেছে ঐকমত্য কমিশন ◈ বিদেশি গুপ্তচর নিয়োগে এমআই৬-এর নতুন অস্ত্র ‘সাইলেন্ট কুরিয়ার’ পোর্টাল ◈ ইউরোপজুড়ে বিমান পরিষেবায় সাইবার হামলা, বাতিল হচ্ছে ফ্লাইট ◈ ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না : সালাহউদ্দিন ◈ আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই করে গড়ে উঠেছি’: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নিজেরাই পিআর পদ্ধতিতে বিশ্বাস করে না: এমরান সালেহ প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতসহ কয়েকটি দলের আন্দোলন জনসমর্থন না পেয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। প্রথম দুই দফা কর্মসূচিতে সাধারণ জনগণ সম্পৃক্ত না হওয়ায় প্রমাণ হয়েছে, তাদের এ দাবি জনসমর্থনহীন—শুধু নেতাকর্মীদের উপস্থিতিতেই সীমাবদ্ধ।

শুক্রবার বিকেলে শেরপুর জেলা জাসাসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরপুর পৌর শহরের স্বপ্নধারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট নৃত্যশিল্পী ও পরিচালক ফারহানা চৌধুরী বেবী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেস আলী মামুন, জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, বিএনপি নেতা ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, ফেরদৌস ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমরান সালেহ প্রিন্স বলেন, “জামায়াত যদি সত্যিই পিআর পদ্ধতিতে বিশ্বাস করত, তাহলে ছয় মাস আগেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী মাঠে নামাত। কিন্তু তারা তা করেনি। বরং ঐকমত্য কমিশনের বৈঠকেও তারা কখনো এ পদ্ধতির প্রস্তাব উত্থাপন করেনি। এখন আন্দোলনের নামে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে চায়।”

তিনি আরও বলেন, “জনগণ দ্রুত নির্বাচন চায়। নির্বাচন নস্যাত বা বিলম্বিত হলে গণতন্ত্রের পথ মসৃণ হবে না, বরং দেশ ও জনগণ মহাবিপর্যয়ের মুখে পড়বে।”

আগামী ফেব্রুয়ারির নির্বাচন অর্থবহ ও সফল করতে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, গান, কবিতা ও সাহিত্যকে হাতিয়ার করে ধানের শীষের পক্ষে প্রচারণার প্রস্তুতি নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়