শিরোনাম
◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল ◈ খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪ ◈ বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল, প্রশ্ন করলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের সংবাদ সম্মেলনে বাদানুবাদ-হট্টগোল, গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা (ভিডিও)

গণ অধিকার পরিষদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তবে প্রার্থীদের প্রাথমিক তালিকায় জায়গা না পেয়ে এক নেতা দলটির সভাপতি নুরুল হক নুর ও রাশেদ খানের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এতে অনুষ্ঠানস্থলে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে এই প্রার্থী ঘোষণা করা হয়।

প্রার্থীদের মধ্যে দলটির সভাপতি নুরুল হক নুর (পটুয়াখালী -৩), সাধারণ সম্পাদক রাশেদ খান (ঝিনাইদহ -২), সহ-সভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও -২, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নেত্রকোণা -২, আবু হানিফ কিশোরগঞ্জ -১, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দফতর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল - ২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব রংপুর - ১, শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী -১, আব্দুজ জাহের নোয়াখালী - ৪,  নুরে এরশাদ সিদ্দিকী কুড়িগ্রাম - ৩,আশরাফুল বারী নোমান হবিগঞ্জ - ৩, খালিদ হাসেন খুলনা- ৫,  আবদুর রহমান গাজীপুর - ২, কবীর হোসেন টাঙ্গাইল- ৬, গোলাম সরওয়ার খান জুয়েল পাবনা-২, মনজুর মোর্শেদ মামুন চট্টগ্রাম -১৪, তোফাজ্জল হোসেন টাঙ্গাইল- ৭, মোহাম্মদ জাহিদুর রহমান মুন্সিগঞ্জ -১, জাহিদুর রহমান সিলেট -৬, শফিকুল ইসলাম শফিক কিশোরগঞ্জ -২, আব্দুল কাদের প্রাইম কক্সবাজার -১, শেখ শওকত হোসেন ঢাকা -১৯, ইব্রাহিম রওণক ঢাকা- ৫, কামরুন নাহার ডলি চট্টগ্রাম- ৯, মো. শাহজাহান রাজশাহী - ১, মো. সুরুজ্জামান গাইবান্ধা- ৩, সোহাগ হোসাইন বাবু নীলফামারী- ৩, ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ বরগুনা- ১, মুনতাজুল ইসলাম সাতক্ষীরা- ১, ডা. এমদাদুল হাসান চট্রগ্রাম -১২, মো. ইমরান খান রাসেল পিরোজপুর- ৩, ওয়াহেদুর রহমান মিল্কি নারায়ণগঞ্জ - ৩, মিজানুর রহমান ভূঁইয়া ঢাকা-১৩,  মোহাম্মদ ইলিয়াস হোছাইন মানিকগঞ্জ- ১, রবিউল হাসান পটুয়াখালী - ৪ ও নাছরিন আক্তার লাকী চট্টগ্রাম - ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়।
 
এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর দলটির এক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং নিজেকে বঞ্চিত দাবি করে দলটির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে বাদানুবাদে জড়ান। এ সময় এক নেতা নিজেকে ত্যাগী দাবি করে কেন প্রার্থী তালিকায় থাকতে রাখা হলো না তার জবাব চান এবং মাটিতে বসে পড়ে প্রতিবাদ জানান। তিনি স্লোগান দিতে থাকেন, ‘অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানবো না’।

দলের সেক্রেটারি রাশেদ খান তাকে টেনে তোলার চেষ্টা করেন। এ সময় তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন।
 
পরে দলটির সভাপতি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল। এখানে একাধিক ব্যক্তি প্রার্থী মনোনয়ন চাইতে পারেন। তবে সবাইকেতো আর মনোনয়ন দেয়া যায় না। এতে করে কেউ কেউ সংক্ষুব্ধ হতে পারেন, দলও ছাড়তে পারেন, এটা গুরুত্ব দেয়ার মতো বিষয় না।  সূত্র: সময়টিভি, ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়