শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইসলামে নারীর যে সম্মান দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্মে তা নেই: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’ 

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। 

জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।’

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এদেশের মানুষকে ভালোবাসি ও এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এজন্য অনুকূল-প্রতিকূল সব অবস্থাতেই আমরা এ দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকাতো সমস্যা নাই কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং।

জামায়াত আমির বলেন, দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামায়াতে ইসলামীর কোনো নেতা। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল, নির্যাতনের অভিযোগ নেই।

কোরআনের আইন চালু হলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না এমন অভিযোগের সমালোচনা করে তিনি বলেন, ইসলামে নারীর যে সম্মান দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্মে তা নেই। চাকরি, ব্যবসাসহ সব ক্ষেত্রে নারীরা অংশ নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জামায়াতে ইসলামী।

জামায়াত আমির বলেন, সমাজ বদলের কোনো অলিক কল্পনা নয়, বাস্তব স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী।

সবাইকে সঙ্গে নিয়ে আমরা সব বাধা দূর করে বিজয় অর্জনে এগিয়ে যাব। আসছে নির্বাচনে দল গুছিয়ে সম্পদ, পরিশ্রম কাজে লাগিয়ে ধৈর্য ও সাহসিকতার মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হবে জামায়াতে ইসলামী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়