বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন, মবের জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদিন না একদিন আদালতে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতে হবে এটা আমরা আশ্রয় ও প্রশ্রয় দিয়েছিলাম, ভুল হয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।
টকশোতে তিনি আরও বলেন, পৃথিবীতে বড় লোকদের ও সুপিরিয়র রেসপনসিবিলিটিদের বিচারের জন্য সন্দেহাতীতভাবে বলতে হয় না রক্তের রঙ লাল ছিলো না কালো ছিলো। বিচারের জন্য সংযোগ ও পারিপার্শ্বিক অবস্থা এটাই যথেষ্ট।
উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, উনারা মনে করছেন যে সবকিছু সুন্দরভাবে পার পেয়ে যাবেন এটা ঠিক না। এই ড. ইউনূসের গভমেন্ট সর্বক্ষেত্রে একটা একটা জায়গায় ভেজাল লাগতে চাচ্ছেন।
মবকে প্রশ্রয় দিয়ে সরকারের লাভ কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা সময় গিয়ে আগামী নভেম্বর-ডিসেম্বরে বলে চান দেশে তো ইলেকশন করা পরিস্থিতি নাই। আমার পুলিশ দাঁড়ায় নাই, আমার এই অবস্থা নাই, ওই অবস্থা নাই। দেশ চলছে না। এই অবস্থায় নির্বাচনটা করবো কিভাবে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, উনার সবগুলো কাজের লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচনের সিস্টেমকে প্রলম্বিত করা। উৎস: গ্লোবাল টিভি নিউজ।