শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

"শিগগিরই দেশের মাটিতে দেখা হবে"—পটুয়াখালীর বিএনপি সম্মেলনে তারেক রহমান

মনিরুল ইসলাম: বাংলাদেশে শিগগিরই প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে সহায়তা করুন।”

বুধবার বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় পটুয়াখালীর জিমনেশিয়াম মাঠে। জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, এ বি এম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় বিএনপির আরও ১৫ জন নেতা।

তারেক রহমান বলেন, “বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দলের নেতাকর্মীদের সাড়ে ১২ কোটি ভোটারের কাছে যেতে হবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কী কী করবে, তা জনতার সামনে তুলে ধরতে হবে।”

তিনি বলেন, “এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। বড় হলে দায়িত্ব ও সমস্যা দুটোই বেশি। তাই ত্যাগও বেশি করতে হয়। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে।”

গণতন্ত্রের ভিত্তি দৃঢ় করতে বিএনপিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মতপার্থক্য থাকলেও নেতাকর্মীদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, আলোচনা করে সমাধানে পৌঁছাতে হবে।”

তারেক রহমান বলেন, “গণতন্ত্র রক্ষার স্বার্থে বিএনপি ইতোমধ্যে নানা বিষয়ে ছাড় দিয়েছে। সংস্কারের প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক বিষয়ে একমত না হলেও সম্মতির জায়গা তৈরি করেছে বিএনপি, যেন সবাই নির্বাচনের পথে এগিয়ে যেতে পারে।”

তিনি দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়াতেই আজ আওয়ামী লীগ তাদের পরিণতির মুখোমুখি হয়েছে। বিএনপির নেতাকর্মীদের তাই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একজনের ভুলে পুরো দলকে যেন মূল্য দিতে না হয়—এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।”

সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, “গত ১৫ বছরে আমাদের ৭০০ নেতাকর্মী নিহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এই আত্মত্যাগের মূল্য দিতে হবে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়