শিরোনাম
◈ তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: আপিল বিভাগে তথ্য-প্রমাণ দাখিল ◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশ এ অঞ্চলে কোন পরাশক্তির এজেন্ডা বাস্তবায়নের গুটি হবে না : সাইফুল হক

মনিরুল ইসলাম: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বাংলাদেশকে কেন্দ্র করে আধিপত্যবাদী পরাশক্তিসমূহের ভূ -রাজনৈতিক কৌশলগত  পরস্পরবিরোধী  স্বার্থের যে টানাপোড়েন রয়েছে বাংলাদেশকে এ ব্যাপারে সতর্ক  থাকতে হবে। বিশেষ কোন দিকে বাংলাদেশের ঝুঁকে পড়ার অবকাশ নেই।বাংলাদেশ এই অঞ্চলে কারও বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়নের গুটি হবেনা।

তিনি বলেন, এই মুহুর্তে আঞ্চলিক পরিস্থিতিও বেশ উত্তেজনাপূর্ণ ও জটিল। ভারত - পাকিস্তানের মধ্যে রয়েছে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ। বাংলাদেশের কোনভাবেই এই উত্তেজনার অংশ হবেনা।তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে এরকম যেকোন পদক্ষেপ অন্তর্বর্তী  সরকারকে এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন,   মানবিক কারনেই বাংলাদেশ বার লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে খাদ্যসহ যাবতীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে  আরাকান অঞ্চলে করিডর দেয়ার সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের করিডর দেয়া হলে তা বাংলাদেশকে নানা দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।মানবিক করিডর  ভবিষ্যতে সামরিক করিডরে পরিনত হবারও আশংকা থাকবে।

তিনি জাতীয় সংসদের অবর্তমানে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ব্যতিরেকে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট  উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান।

আজ বিকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি উপরোক্ত আহবান জানান। 
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিপ্লবী  যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিরুল রহমান ডালিম,আরিফুল ইসলাম, ফায়েজুর রহমান মনির , মোহাম্মদ স্বাধীন মিয়া, শিবু মোহান্ত বক্তব্য রাখেন।   

মতবিনিময় সভায় সাইফুল হক আরও বলেন,  প্রতিবাদী যুবশক্তি জেগে না থাকলে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করা যাবেনা।তিনি যুব আন্দোলনকে বেগবান করার জন্য  যুব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়