বিচার চলাকালীন সময়ে আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২ মে) রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ শাপলা, মোদি বিরোধী ও জুলাইয়ে ধারাবাহিক হত্যাকান্ড করেছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থীরা বাতিলের সমর্থন করছে না। আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা কোনো ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদ দিতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা থাকতে হবে। যদি এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ব্যর্থ হয় তাহলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে না পারা সামগ্রিক ব্যর্থতা।
নাইদ ইসলাম বলেন, বিগত ১৬ বছরে রাজনৈতিক দলগুলোর নের্তৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। জনগণ নেমে এসেছে ছাত্রদের নের্তৃত্বে নেমে এসেছিল। উৎস: নিউজ২৪