শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউ রাষ্ট্রদূতের তিন ‘কমন প্রশ্ন’, জবাবে যা বলেছে জামায়াত

জামায়াতে ইসলামীর প্রতি সবারই তিন-চারটি কমন প্রশ্ন থাকে বলে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এ কথা জানান তিনি।

দলের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রতি সবার তিন-চারটি প্রশ্ন থাকে। একটা হলো, ওম্যান পজিশন জামায়াতে ইসলামীর; টেররিজমের বিষয়ে জামায়াতে ইসলামীর স্টেপ কী এবং মাইনরিটির বিষয়ে জামায়াত কী ভূমিকা রাখবে? এই তিনটা কমন প্রশ্ন আমাদের জন্য। আজও সেই কমন প্রশ্ন। সুতরাং জবাবও আমাদের স্পষ্ট। কারণ প্রশ্ন তো আউট হয়েই আছে, ঠিক আছে না!’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কী জবাব দেওয়া হয়েছে, এ প্রসঙ্গে তাহের বলেন, ‘আমরা বলেছি, নারী-পুরুষ, সবার ব্যাপারে যার যার অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন, দৃঢ়। প্রত্যেকে তাদের অধিকার ভোগ করবে।’

তারা বলেছিল, নারীদের রিফর্ম কমিটি কিছু প্রস্তাব করেছিল। সেখানে আমরা একটি বিষয়ে আপত্তি করেছি। সেখানে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি নারীদের জন্য লজ্জাজনক। তাদের সম্মানের প্রতি আঘাত। সুতরাং আমরা এটার বিরোধিতা করেছি।’

‘রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিয়ে তারা বলেছে। আমরা বলেছি, এ বিষয়ে আমরা অত্যন্ত উদার। আমাদের দলে ৪৩ পার্সেন্ট নারী, যেটা অন্য দলে নেই।’ উল্লেখ করে সাবেক এমপি আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া টাইমফ্রেমের প্রতি সমর্থন জানিয়েছে জামায়াত। এমন বিষয় ইইউ রাষ্ট্রদূতকে বলা হয়েছে বলেও জানান জামায়াতনেতা তাহের।  উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়