শিরোনাম
◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিশ্বাস করি ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে: মির্জা  আব্বাস 

মনিরুল ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আদালতে রায়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করায় শুভেচ্ছা জানান  অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র ও  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন উপস্থিত ছিলেন। 

রোববার  রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের  বাসভবনে  ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেখা করতে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মির্জা আব্বাস। 

 গত ২৭ মার্চ আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়ার পর মির্জা আব্বাসের বাসায় এসে দোয়া নিয়ে যান ইশরাক। 

এসময় মির্জা আব্বাস বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিল। ইশরাক আমার সন্তানের মত। আমি বিশ্বাস করি ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, স্যুয়ারেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সকল সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবে।

তিনি বলেন, সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাককের জয় ছিনিয়ে নেয়। আদালতের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণ হয়েছে। এজন্য শুকরিয়া জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়