শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া হাঁটাচলা করছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং ভালো আছেন। তিনি ঘরের ভেতরেই নিজে নিজে স্বল্প দূরত্বে হাঁটাচলা করেছেন। বর্তমানে তিনি লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মানসিক প্রশান্তি বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। রোজার মধ্যে তিনি ছেলে, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে ইফতার করেন। 

এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন। তিনি স্বল্প দূরত্বে হাঁটচলা করতে পারছেন। নিজ হাতে খাবারও খাচ্ছেন। যে কোনো সময়ের তুলনায় অনেকটা সুস্থ আছেন। কবে দেশে ফিরবেন—জানতে চাইলে তিনি বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যেদিন উপযুক্ত মনে করবেন, সেদিন বিএনপি চেয়ারপারসন ফিরবেন।

ডা. জাহিদ আরও বলেন, প্রায় সাত বছর পরে ছেলে, দুই পূত্রবধু ও নাতনিদের পাশে পেয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। পরে সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে গত ২৪ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়