শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ১০:১৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দুরভিসন্ধিমূলক: প্রিন্স

মনিরুল ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা  দুরভিসন্ধিমূলক। রাজনৈতিক ফয়দা লাভের জন্য বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করলে সঙ্কট আরও ঘনিভূত হবে, ছাত্র-গণ অভ্যূত্থানের আকাঙ্খা-চেতনা ষড়যন্ত্রের চোরাবালিতে ডুবে যেতে পারে।

তিনি আজ  মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যৌথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, কঠিন ও জটিল পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে উদ্ধারে এবং  বিরাজমান সঙ্কট দূর ও রাষ্ট্র মেরামত করতে অতি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নাই। 

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ৩ মাস নয়, আমরা  যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি।কিন্তু ৫ মাস পেড়িয়ে গেলেও সংস্কার ও নির্বাচনী কার্যক্রম জন প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। উপরন্তু জনসমস্যা নিরসন না হওয়ায় জনদূর্ভোগ বেড়েছে, একই সাথে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির দোসরদের ষড়যন্ত্রও বেড়েছে।দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অভিপ্রায়ে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুলাই,আগস্টের মধ্যে নির্বাচন দাবীর প্রেক্ষিতে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন ,বিএনপি মহাসচিব জনগণের পালস জেনে যথার্থই  জুলাইয়ে নির্বাচনের দাবি তুলেছেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচন চাওয়া মানেই শুধুই ক্ষমতার স্বপ্ন দেখা নয়।রাজনৈতিক দলতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করবেই। এটা দোসের কিছু নয়। আর যারা বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করে দেশকে জনপ্রতিনিধিহীন রাখতে চান ,তারা নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হতে চান। অতি দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জুলাইয়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে চায়, নির্বাচিতের শাসনের মাধ্যমে দেশের মালিকানা  জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়, ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য,মানবিক ও ন্যায় ভিত্তিক বৈষম্য বিহীন রাষ্ট্র গড়তে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়