শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও) ◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও) ◈ সরকারি সফরে কাতার গেলেন সেনা প্রধান ◈ বজ্রপাতের শঙ্কা ৭ জেলায়, ১০ পরামর্শ আবহাওয়া অফিসের

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২১ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের নয়, বিএনপি সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের দল: প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের নয়,
বিএনপি সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের  দল। যারা বিএনপি সম্পর্কে  মিথ্যাচার করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। মিথ্যার দাঁড়িয়ে কোনো দল বা সরকার টিকে থাকতে পারে না, পালিয়ে যেতে হয় । আওয়ামী লীগও পারে নাই। তাসের ঘরের মতো আওয়ামী সরকার ধ্বসে পড়েছে।

তিনি আজ মঙ্গলবার  সন্ধ্যায় হালুয়াঘাটের জয়রামকুড়ায় গ্রামবাসী আয়োজিত খৃষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে যোগদিয়ে এসব কথা বলেন ।এর আগে তিনি সকালে হালুয়াঘাট ইমেক্স সেন্টারে বড়দিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে আসা গারো সম্প্রদায়ের  নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এমরান সালেহ প্রিন্স গারো নেতৃবৃন্দকে সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন।

নেতৃবৃন্দ তাকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে দেন । তিনি বড়দিন উপলক্ষে  দু:স্থ গারো মহিলাদের মধ্যে শীতবস্ত্র উপহার দেন । এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে জামগড়ায় লিবার্টি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন । তিনি জামগড়া গ্রামে গারো জনগোষ্ঠীর সাথে সাক্ষাৎ করে বড়দিনের শুভেচছা বিনিময় করেন ।

এসব অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স সকলকে তার নিজের এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে বড়দিনের শুভেচছা জানিয়ে বলেন, বিএনপি ধর্ম যার যার , রাষ্ট্র সবার নীতি এবং সকল ধর্মের স্বাধীনতা ,মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্বাসী। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপির এই বিশ্বাস প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করলে গারো,হাজংসহ সকল নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা হবে।হালুয়াঘাট ও ধোবাউড়ার গারো জনগোষ্ঠীর কৃস্টি,কালচার, ইতিহাস,ভাষা তুলে ধরতে পৃথক যাদুঘর স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়