শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও) ◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও) ◈ সরকারি সফরে কাতার গেলেন সেনা প্রধান ◈ বজ্রপাতের শঙ্কা ৭ জেলায়, ১০ পরামর্শ আবহাওয়া অফিসের

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন সাকা চৌধুরীর ছেলে! (ভিডিও)

সাকা চেীধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী বলেন, শেখ হাসিনার প্রিয় ডায়লগ  আপনারা অনেকবার শুনেছেন।,স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বুঝে। শেখ হাসিনার প্রিয় ডায়লগ দৈনিক দুইবার করে শুনতে হতো।  নাটকে চোখের পানি দেখতে হতো।  চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার। তবে আমরা এই নাটক অনেক বার দেখেছি। চিনে ফেলেছি তাকে, বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে এই নাটক করতো ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে ঘুম খুন এই আদেশগুলো দিত।

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের আয়োজনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

হুম্মান কাদের আরও বলেন, আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান আগামীর বাংলাদেশ কি রকম হবে। আমরা যা দেখতে পাচ্ছি সামনে কিছু বিপদ আছে। আমাদের পাশের দেশ বারবার বলছে। অবৈধভাবে বাংলাদেশীরা ভারতে ঢুকে পড়েছে এবং তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে। তবে আমি তাদের সাথে একমত অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে। তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মার শান্তি পাবে না।

তিনি আরও বলেন, আপনাদের থেকে বেশি সময় নেব না। খালি এতোটুকু বলে যাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।

গত ১৬ বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারিনি। গত বছর এই অনুষ্ঠানে আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব তখন লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। উৎস: জনকণ্ঠ ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়