শিরোনাম
◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ০২:৩২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ নেতার পোষ্ট ‘পথিক পথ সৃষ্টি করে, শুধু সময়ের অপেক্ষা, নানা মন্তব্য

মহসিন কবির : নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল নেতাকর্মীদের উজ্জীবিত করতে পলাতক থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোষ্টকে কেন্দ্র করে নানা জন নানা মন্তব্য করেছেন। 
 
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কোনো ছবি না দিয়ে শিমুল তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, 'পথ পথিক সৃষ্টি করে না, পথিক পথ সৃষ্টি করে, শুধু সময়ের অপেক্ষা'। এ পর্যন্ত পোস্টটি ৮৭ টি শেয়ার ও পক্ষে-বিপক্ষে ৯৭৬ জন কমেন্টস করেছেন।

ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে অনেকে কটাক্ষ করে সমালোচনা করেছেন। আবার অনেক নেতাকর্মী তার এমন পোস্টে উজ্জীবিত হয়েছেন বলেও মন্তব্য করেন।

কাউসার ইভান নামে একজন মন্তব্য করেন, 'দলটা শেষ করে এখন পথ দেখিয়ে লাভ নেই'। আবু তালিব নামে আরেকজন লিখেছেন, 'এ জনমে রাজনীতি করার আর সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না'। মো. ফজলে রাব্বী লেখেন, 'মানুষ খুন কেন করছিলেন ভাই.?  মানুষের ভোটের অধিকার কেন হরণ করেছিলেন?'।

চৌধুরী মারুফ খান নামে এক লিখেছেন, শুধু ধৈর্য্য ধরেন, অতি শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। আর দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি কারিগরদের বিচার হবে অচিরেই..!!। মিন্টু শেখ নামে এক লিখেছেন, আঁধার কেটে যাবে, আলো আসবেই সময়ের অপেক্ষা মাএ।

সাবলু রহমান খান নামে এক লিখেছেন, দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ বেঁচে থাকলে।  সুমন নামে এক লিখেছেন, ভাই আপনার নাটোরের মানুষ ভালো নাই প্রতিটা পরিবার বিপদে আছে খুব কষ্টে জীবনযাপন করছে। রাহুল খান নামে এক লিখেছেন, ভবিষ্যৎ বিপ্লব হবে নতুন ভাবে দল হবে শক্তি শুধু সময়ের অপেক্ষা ভাই আমরা আছি আমরাই থাকবো ভাই ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়