শিরোনাম
◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেফতার হওয়ার পরে যা বলেছিলেন ফারাজ করিমের বাবা (ভিডিও)

অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও তরুণ প্রজন্মের পরিচিত মুখ ফারাজ করিম চৌধুরীর বাবা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল।

আটক হবার পর যমুনা টেলিভিশনের ক্যামেরায় কথা বলেন সাবেক এই এমপি। জানান, সীমান্ত পার করে দেয়ার কথা বলে এক ব্যক্তি তাকে ঢাকা থেকে আখাউড়া সীমান্তে নিয়ে আসে। সেখানে পাঞ্জাবি পরিহিত অপর এক ব্যক্তি তাকে রিসিভ করেন। আগের ব্যক্তির মতো দ্বিতীয়জনও তার অপরিচিত বলে উল্লেখ করেন ফজলে করিম চৌধুরী। এরপর সেই ব্যক্তির সাথে সীমান্ত বরাবর কিছুদুর এগিয়ে যাওয়ার পথেই বিজিবির হাতে আটক হন তিনি।

ফজলে করিম আরও জানান, সীমান্ত পার হতে কোন ধরণের আর্থিক লেনদেনে তার সম্পৃক্ততা ছিলো না। এসময় পালানোর কারণ জিজ্ঞাসা করলে জানান, হার্টের ব্লকসহ দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন তিনি। দেশের কোনো হাসপাতালে চিকিৎসা নেয়াটাও খুব একটা সহজ ছিলো না তার।

এছাড়া, পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ায় ইমিগ্রেশন এবং বৈধপথে বিদেশ যাত্রাও বন্ধ রয়েছে তার জন্য। বাধ্য হয়েই সীমান্ত অতিক্রম করছিলেন বলে জানান সাবেক এই এমপি।

উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য হন ফজলে করিম চৌধুরী। এরপরের সবগুলো জাতীয় নির্বাচনে তিনি জয়লাভ করেন। মোট ৫ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়