শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থী হত্যার বিচার করে তারপর আলোচনা করতে হবে: আব্দুল আউয়াল মিন্টু

রিয়াদ হাসান: [২] বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এখন আলোচনার কী আছে, এতগুলো প্রাণ গেলো যাদের কারণে তাদের বিচার করেন। যারা গুলি করে শিক্ষার্থীদের হত্যা করলো তাদের বিচার করে তারপর আলোচনা করতে হবে।

[৩] বৃহস্পতিবার দুপুরে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

[৪] আব্দুল আউয়াল মিন্টু বলেন, কোটা সংস্কারের দাবিটি ছিল সাধারণ। এ বিষয়কে সমাধান না করে অনেক দূরে নিয়ে গেছে সরকার। আলোচনার প্রস্তাব এখন সরকারের জন্য অনেক দেরি হয়ে গেছে।

[৫] তিনি আরও বলেন, সৎ উদ্দেশ্যে সরকার শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রক্রিয়ার মতোই কোটা সংস্কারের দাবিকে বাতিলের পায়তারা করছে আদালতকে ব্যবহার করে। সরকারের পদত্যাগ করা উচিৎ।

[৬] বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সরকার অস্তিত্ব সংকটে পড়ে গেছে তাই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আদালতের কথা বলে সরকার আবার ফাঁদ পেতেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই সরকার এখন আলোচনায় বসার কথা বলছে।

[৭] আলোচনার কথা বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আবারও অপকৌশল করছে সরকার দাবি করে তিনি বলেন, যারা নিহত হয়েছেন তারা লাশ নয়, মানুষের মুক্তির জন্য তারা শহীদ হয়েছেন। রক্তের ওপর দাঁড়িয়ে খুনিদের সঙ্গে আলোচনা করা শিক্ষার্থীদের ঠিক হবে না। এই মুহূর্তে সরকারের পদত্যাগই সবকিছুর সমাধান। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়