শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওলামা দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

রিয়াদ হাসান: [২] ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন শুক্রবার (৫ জুলাই) সংগঠনের মহানগর উত্তর ও দক্ষিণের এই কমিটি অনুমোদন করেছেন।

[৩] ঢাকা মহানগর উত্তর শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি হলো- আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এম আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হিজবুল্লাহ ফরহাদ, হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান, হাফেজ মাওলানা মো. নেয়ামত উল্লাহ, হাফেজ মাওলানা মো. ওয়ালী উল্লাহ, হাফেজ মো. আবু লাইচ, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা মো. মোরতাজ এবং মাওলানা মো. জামাল উদ্দিন চাকলাদার।

[৪] ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি হলো- আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসেন খলিলী, সদস্য সচিব মাওলানা মো. ফারুক হোসাইন (রুদ্র), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. শফিকুল ইসলাম সজিব, যুগ্ম আহ্বায়ক মাওলানা গাজী আবু বকর শিবলী, মাওলানা মো. মাহফুজুর রহমান, মাওলানা আবদুস সোবহান, মাওলানা মো. নুরে আলম সিদ্দিকী, মাওলানা মো. শহিদুল ইসলাম শাওন, মাওলানা মো. দেলোয়ার হোসেন (আলতু), মাওলানা মো. মিজানুর রহমান এবং মাওলানা মো. হাবিবুর রহমান।

[৫] উল্লেখ্য, গত ২ মে ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি এবং অধীন থানা কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

[৬] এর আগে গত ২৬ এপ্রিল মাওলানা সেলিম রেজাকে আহ্বায়ক এবং মাওলানা কাজী আবুল হোসেনকে সদস্যসচিব করে ওলামা দলের পাঁচ সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। এরপর ২ জুলাই ওলামা দলের ১৩৭ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়